ব্রেকিং:
বন্যার্তদের জন্য রাজশাহীতে শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ রাজশাহী অঞ্চলের ৫টি নদীর পানি বেড়েছে রাজশাহীতে লিটন-ডাবলুর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা রাজশাহী থেকে চলছে আন্তঃনগর ট্রেন দুর্গাপুরে মাছ চুরি করতে গিয়ে ধরা, ১০ জনকে পুলিশে সোপর্দ বিএনপির কেউ দখল-চাঁদাবাজি করলে আইনে সোপর্দ করুন: মিনু রাজশাহীতে দিনে-দুপুরে কন্যা শিশুকে অপহরণের চেষ্টা রাবি উপাচার্যসহ ৭৫ জনের পদত্যাগ
  • শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||

  • অগ্রাহায়ণ ৯ ১৪৩১

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমার রাজশাহী
সর্বশেষ:
বন্যার্তদের জন্য রাজশাহীতে শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ রাজশাহী অঞ্চলের ৫টি নদীর পানি বেড়েছে রাজশাহীতে লিটন-ডাবলুর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা রাজশাহী থেকে চলছে আন্তঃনগর ট্রেন দুর্গাপুরে মাছ চুরি করতে গিয়ে ধরা, ১০ জনকে পুলিশে সোপর্দ বিএনপির কেউ দখল-চাঁদাবাজি করলে আইনে সোপর্দ করুন: মিনু রাজশাহীতে দিনে-দুপুরে কন্যা শিশুকে অপহরণের চেষ্টা রাবি উপাচার্যসহ ৭৫ জনের পদত্যাগ
৯০

রাজশাহী জেলা প্রশাসকের সাথে সমন্বয়কদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪  


রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় জেলা প্রশাসক সমন্বয়কগণের বিভিন্ন দাবি দাওয়ার কথা তাদের কাছে থেকে মনোযোগ দিয়ে শোনেন এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এসময় সমন্বয়করা জানান, আমরা আন্দোলন করেছি মূলত স্বাধীন বাংলাদেশে একটি মুক্ত বিচারবিভাগ চাই, যেখানে সকল অপরাধীর বিচার হবে। যারা আমাদের ভাইদের আন্দোলনের সময় হত্যা এবং আহত করেছে, তাদের অবশ্যই বিচার চাই। এই আন্দোলনে ছাত্র-জনতা বাক স্বাধীনতা, নিরপেক্ষ সরকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। আমরা চাই এমন রাষ্ট্র গঠন করতে, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্য থাকবে না।

ছাত্র সমন্বয়করা আরো জানান, আমরা আন্দোলন করেছি- দেশকে ৫৩ বছরের কলঙ্ক মুক্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। এই আন্দোলনকে ব্যবহার করে কোন রাজনৈতিক দলকে সুবিধা নিতে দেয়া হবে না। এক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে পুলিশকে সক্রিয় করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা, শিক্ষার্থীদের সড়ক ব্যবস্থাপনার কাজে যানবাহন দেওয়া ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আমরা এখন একটা কঠিন সময় পার করছি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থেকে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সবগুলো দাবি যৌক্তিক। আমরা এসব দাবি সমর্থন করি। আমাদের সীমাবদ্ধতা আছে, তবুও পর্যায়ক্রমে সবগুলো দাবি পূরণ করা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, মোহনপুর থানাসহ মহানগরীর অনেক থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গাড়ি পোড়ানো হয়েছে। তাই এখন যানবাহন সংকট দেখা দিয়েছে। তবুও আমরা আইন-শৃঙ্খলা স্বাভাবিক করতে, সাধারণ মানুষের জীবন নিরাপদ করতে নিরলসভাবে কাজ শুরু করেছি।

জেলা প্রশাসক বলেন, রাজশাহীতে সরকারি স্থাপনাসহ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করা নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব। এ ব্যাপারে জেলা প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। কিন্তু শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে সরকারের স্থাপনাগুলো রক্ষায় এগিয়ে আসতে হবে। কারণ এগুলো মূলত জনগণেরই সম্পদ।

আর্মির সিইও লেফটেন্যন্ট কর্নেল শামীম আহমেদ জানান, আইন-শৃঙ্খলা বাহিনী, শিক্ষার্থী, সাধারণ জনগণসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। এক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে আমাদের ব্রেইন এবং হার্টের সমন্বয়ে কাজ করতে হবে। তাহলে দ্রুততম সময়ের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। মাদকের ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর জিরো টলারেন্স রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে বাংলাদেশ সেনাবাহিনী দিনরাত নিরলসভাবে কাজ করছে। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছে। এছাড়াও সকল থানার মাধ্যমে জনগণকে সেবা প্রদান করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সাইফুর রহমান, আরএমপি’র বিশেষ পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, নেজারত ডেপুটি কালেক্টর অয়ন ফারহান শামস।

আমার রাজশাহী
আমার রাজশাহী