ব্রেকিং:
বন্যার্তদের জন্য রাজশাহীতে শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ রাজশাহী অঞ্চলের ৫টি নদীর পানি বেড়েছে রাজশাহীতে লিটন-ডাবলুর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা রাজশাহী থেকে চলছে আন্তঃনগর ট্রেন দুর্গাপুরে মাছ চুরি করতে গিয়ে ধরা, ১০ জনকে পুলিশে সোপর্দ বিএনপির কেউ দখল-চাঁদাবাজি করলে আইনে সোপর্দ করুন: মিনু রাজশাহীতে দিনে-দুপুরে কন্যা শিশুকে অপহরণের চেষ্টা রাবি উপাচার্যসহ ৭৫ জনের পদত্যাগ
  • শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||

  • অগ্রাহায়ণ ৭ ১৪৩১

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমার রাজশাহী
সর্বশেষ:
বন্যার্তদের জন্য রাজশাহীতে শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ রাজশাহী অঞ্চলের ৫টি নদীর পানি বেড়েছে রাজশাহীতে লিটন-ডাবলুর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা রাজশাহী থেকে চলছে আন্তঃনগর ট্রেন দুর্গাপুরে মাছ চুরি করতে গিয়ে ধরা, ১০ জনকে পুলিশে সোপর্দ বিএনপির কেউ দখল-চাঁদাবাজি করলে আইনে সোপর্দ করুন: মিনু রাজশাহীতে দিনে-দুপুরে কন্যা শিশুকে অপহরণের চেষ্টা রাবি উপাচার্যসহ ৭৫ জনের পদত্যাগ
৫৭

সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় নিতে বললেন ব্যবসায়ীরা

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪  

দেশের ভেঙে পড়া অর্থনীতিকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকারের কাছে ব্যবসায়ীরা ১৩ দফা সুপারিশ করেছেন। এ ছাড়া প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য তড়িঘড়ি না করে প্রয়োজনীয় সময় নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানান তাঁরা। এতে ব্যবসায়ীদের পূর্ণ সমর্থন রয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সৌজন্য সাক্ষাতে ব্যবসায়ী নেতারা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তাঁদের সুপারিশ তুলে ধরেন।

 

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্ব অন্যান্যের মধ্যে ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, তপন চৌধুরী, কুতুবউদ্দিন আহমেদ, এ কে আজাদ, সিমিন রহমান, খন্দকার রফিকুল ইসলাম, নাসের এজাজ বিজয়, ফজলুল হক, মোহাম্মদ হাতেম প্রমুখ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্যবসায়ী নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তাঁর সরকার প্রশাসনকে অর্থনৈতিক এবং প্রাতিষ্ঠানিকভাবে বেশ নাজুক অবস্থায় পেয়েছে। তবে তিনি নিশ্চিত, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পরিস্থিতির দ্রুত উন্নতি করা সম্ভব।

 

বর্তমানে দেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন,  ‘তবে প্রয়োজনীয় সংস্কারের এটা বড় সুযোগ। এটা আমাদের জন্য কঠিন হলেও সম্ভব।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ যদি একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে এই দুরবস্থা কাটিয়ে উঠতে পারে, তাহলে বাংলাদেশ বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। বিশ্ব আমাদের সঙ্গে আরো ব্যবসা করতে চাইবে।

 

প্রতিনিধিদলকে ড. মুহাম্মদ ইউনূস বলেন, জাতি হিসেবে মহানুভবতা অর্জনের জন্য বৃত্তের বাইরে চিন্তা করতে হবে। তিনি বলেন, ‘আমরা যদি তরুণদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা জাতির স্বপ্নকে সত্যি করতে পারব।’

অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাড়াহুড়া না করে প্রয়োজনীয় সংস্কার করার আহ্বান জানিয়ে ব্যবসায়ীরা বলেন, আগের সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। তাঁরা বলেন, ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন, শিক্ষা ও শিল্পে গভীর সংস্কার ও পুনর্গঠন প্রয়োজন।

আইসিসিবি প্রেসিডেন্ট মাহবুবুর রহমান বলেন, ‘গত ১৫ বছরে যা ঘটেছে, আমরা তার সাক্ষী।

 

বাংলাদেশের বেসরকারি খাত শত ভাগ আপনার সঙ্গে আছে।’

আমার রাজশাহী
আমার রাজশাহী
জাতীয় বিভাগের পাঠকপ্রিয় খবর